সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে সুজনে’র মানববন্ধন, সারাদেশের ন্যায় মোংলাতেও পালিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সামনে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোংলা ও মোংলা উপজেলা সুজনে’র পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের মোংলা উপজেলা শাখার সভাপতি শ্রী মিহির কুমার ভাণ্ডারী’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা আ’লীগের দপ্তর সম্পাদক অম্বরিশ রায়,মিঠাখালি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মোংলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শঙ্কর বিশ্বাস,উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু বিনয় কৃষ্ণ মন্ডল,সহ-সভাপতি মনিমোহন অধিকারী,
মোংলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পান্না লাল দে,পৌর ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক উত্তম সরকার, সুশাসনের জন্য নাগরিক(সুজন)এর সদস্যবৃন্দ, ইয়ুথ সদস্যবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচীর একাত্ততা প্রকাশ করে দোষীদের বিচারের দাবি জানায়।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর যে বর্বব হামলা চালানো হয়েছে তা অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনা। আমাদের সকলকে এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তা না হলে অসাম্প্রদায়িক গোষ্ঠি এ দেশের জন্য হুমকি হয়ে দাড়াঁবে। তাই প্রকৃত দোষীদের বিচারের দাবি জানায় বক্তারা।