নাটোরের সিংড়ায় প্রাণীসম্পদ অধিদপ্তরের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে ২০২১-২২ অর্থ বছরে ৫ টি পরিবারের প্রত্যককে ১ টা করে বকনা গরু, ৩ মাসের সুষম খাদ্য ও সেড নির্মানের প্রয়োজনীয় উপকরণ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে বিতরন করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ এসএম খুরশিদ আলম এর সভাপতিত্বে বিতরন করেন, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার মোঃ আশিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সেজাব আলী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম বলেন, এটি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প। গত অর্থ বছরে ও উপজেলার ৩৪ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে অনুরূপ ভাবে বিতরন করা হয়েছিলো। আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে এটি যুগোপযোগী প্রকল্প।