নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নওগাঁ জেলা শাখার উদ্যোগে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার ১৭ আগস্ট বিকেল ৫ ঘটিকায় দলীয় কর্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, জেলা যুবলীগের সাধারণ বিমান কুমার রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছাম্মদ ফেন্সি আক্তার, প্রমুখ।
বক্তারা বলেন বিগত ২০০৫ সালে সারা বাংলাদেশের ৬৩ জেলায় বিএনপি-জামাত সরকারের মদদে এক সাথে সিরিজ বোমা হামলা চালিয়ে বাংলাদেকে একটি অস্থিতিশীল দেশ পরিণত করার পাঁয়তারা চালিয়েছিল। ভবিষ্যতে যদি জামাত-বিএনপি জোট এ ধরনের কর্মকাণ্ড চালায় তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল নেতাকর্মী এক হয়ে এর দাঁতভাঙ্গা জবাব দিবো, সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।#