• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মালুমঘাট দিশারী সমিতির কমিটি গঠন ও ইফতার মাহফিল,আলোচনা সভা সম্পন্ন ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে তৃনমুলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে সরকার – পলক ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীকে সাইকেল ও নগত অর্থ প্রদান তিন মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন — আইন ও সালিশ কেন্দ্র কোটচাঁদপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণ করা চকরিয়ার তিন প্রবাসীর জানাজা সম্পন্ন ঝিনাইদহ পৌরসভার কলাবাগানপাড়ারতিনটি রাস্তার কাজের উদ্বোধন ঝিনাইদহ হাসপাতালে প্রাতিষ্ঠানিক বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন যশোরে টিসিবির পণ্য কিনতে আসা নারী পুরুষের উপচে পড়া ভিড় কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলামের বিরুদ্ধে চাঁদা নওয়ার অভিযোগ না দিলে মামলা

থানচিতে পর্যটকবাহী নোহা গাড়ি খাদে! নিহত– ৩

মোহাম্মদ শাহনেওয়াজ বান্দরবান জেলা প্রতিনিধি। / ১৮০ Time View
আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২

বান্দরবানের থানচির জীবননগরে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। দুর্ঘটনায় আহতদের মধ্যে মিলন, ফারুক, রাজিব, ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আবদুল মালেক ও অহিদুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পর্যটক দলের সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা কর্মচারী। দুর্ঘটনায় নিহতরা হলেন—মঞ্জুরুল, হামিদুল ইসলাম ও জয়নাল। থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি সুদ্বীপ রায় জানান, গভীর খাদ ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, ঢাকার থেকে নয়জনের একটি দল মাইক্রোবাসে বান্দরবানে ঘুরতে আসেন। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাওয়ার পথে জীবননগর নামক স্থানে গাড়িটি প্রায় তিন শ’ ফুট নিচে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর একজন প্রাণ হারান। ওসি সুদ্বীপ রায় বলেন, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে তিনজন নিহত ও ছয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম পাঠানো হয়েছে। এছাড়া দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি