মসজিদ ভিত্তিক মক্তবে কুরআন পাঠ শেখা সম্পন্ন করেছে ইউরোপের দেশ মেসিডোনিয়ার একটি গ্রামের ২০ জন কিশোরী। এ উপলক্ষে মসজিদ কর্তৃপক্ষ তাদের বিশেষ সম্মননা দিয়েছে।
বৃহস্পতিবার মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ড জানায়, মসজিদটি মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়ের কুলিচান এলাকায় অবস্থিত।
মসজিদে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে কিশোরীদের শিক্ষিকা ও মায়েদের উপস্থিতিতে কুরআন পাঠ সনদের পাশাপাশি একটি করে গোলাপ ফুল উপহার দেয়া হয়। পবিত্র কুরআন পড়া শিখতে পেরে ওই ২০ কিশোরী বেশ আনন্দিত।
মক্তব পাঠের সেমিস্টার সমাপ্তির এ অনুষ্ঠানে আরো একাধিক পর্ব ছিল। এটি হয়ে উঠেছিল ওই এলাকার মুসলিম কমিউনিটির এক মিলনমেলা।
সূত্র : মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ড