• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

কচুরিপানায় ভরা বুড়িগঙ্গা : নৌকা চলাচল বন্ধ

বিবিসি একাত্তর ডেস্ক / ১১১ Time View
আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২

শামীম হাওলাদার

রাজধানীর প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা দুই দিন ধরে কচুরিপানায় টইটম্বুর। বাবুবাজার ব্রিজ থেকে বরিশুর পর্যন্ত এ কচুরিপানা। খেয়া পারাপার বন্ধ থাকায় বিআইডব্লিউটিএর ইজারা দেয়া ১৭টি ঘাটে লক্ষাধিক টাকা ক্ষতি হচ্ছে। ১৫ শ’ মাঝির চুলা জ্বলেনি।

বিআইডব্লিউটিএর ইজারা দেয়া আগানগর ঘাট, নলগোলা রাজকুঠি ঘাট, পান ঘাট, ইমামগঞ্জ ঘাট, চম্পাতলি ঘাট, মাছুয়া ঘাট, জিনজিরা টিনপট্টি ঘাট, নবাবেরবাগ ঘাট, বাবুবাজার ঘাট, মান্দাইল এবং বরিশুর খেয়াঘাট পর্যন্ত কচুরিতে ভরা। যেখানে প্রতি মিনিটে একটি করে বাল্কহেড চলে সেখানে দুই দিনে ১০টিও চলেনি। তা ছাড়া বাবুবাজার ব্রিজ থেকে বরিশুর খেয়াঘাট পর্যন্ত কচুরিপানায় বুড়িগঙ্গা ভরা থাকায় কোনো নৌকা চলাচল করতে পারেনি। ১৭টি খেয়াঘাটের মালিকরা দুই দিনে প্রত্যেকের হাজার হাজার টাকা লোকসান হয়েছে। তা ছাড়া ১৫ শ’ মাঝির চুলা জ্বলেনি তাই খাবার জোটেনি।

আগানগর খেয়াঘাট ইজারাদার টিটু আহম্মেদের পার্টনার মাহাবুব এ প্রতিবেদককে বলেন, দুই দিন যাবত বুড়িগঙ্গায় কচুরিপানায় টইটম্বুর। কোথাও কোনো ফাঁক নেই। আর এ লাইন বরিশুর পর্যন্ত। বাবুবাজার থেকে বরিশুর পর্যন্ত ১৭ থেকে ১৮টি খেয়াঘাট রয়েছে। তা ছাড়া আনুমানিক ১৫ শ’ মাঝি নৌকা বাইয়ে জীবিকা নির্বাহ করে আসছেন এ ঘাটগুলোতে।

তিনি বলেন, গত দুই দিনে ১০ হাজার টাকা লোকসান হয়েছে তাদের। কচুরিপানা গাদাগাদি থাকায় কোনোভাবে চলছে না নৌকা। তাই যাত্রী পার হচ্ছে না। তবে কোনো কোনো মাঝি সাহসিকতার সাথে যাত্রী উঠালেও নদীর মাঝখানে তারা আটকে যাচ্ছে।

বিভিন্ন ঘাটের শতাধিক মাঝি এ প্রতিবেদককে জানান, গত দুই দিন ধরে কচুরিপানায় ভরে গেছে বুড়িগঙ্গা। কোনোভাবেই নৌকা বাওয়া সম্ভব না। দিনে যা আয় করেন তা ওই দিনে ছেলেমেয়ে নিয়ে খাওয়াদাওয়ায় শেষ। প্রতিদিন যা আয় তা খরচ হয় খাবারে। প্রতিদিন তিন থেকে চার শ’ টাকা আয় হতো। এখন দুই দিন ধরে না খেয়ে আছেন তারা।
বাবুবাজার ঘাটের ৭০ বছরের বৃদ্ধ আবেদিন বলেন, বছিলার দিক থেকে কচুরিপানা আসতেই থাকে। একপর্যায়ে বাবুবাজার ব্রিজের নিচে ঠেকে। তা ছাড়া বিআইডব্লিউটিসির একাধিক জাহাজ বাবুবাজারে নোঙর করা থাকে। তাই কচুরিপানা সরতে পারে না। এ কারণেও সমস্যা হচ্ছে। তিনি বলেন, দুই দিন তার পেট ভরে খাওয়া হয়নি। কামাই নাই, তাই খাবারও ঝোটেনি বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

জিনজিরা ঘাটের মাঝি সোলেমান জানান, দুই দিন যাবত এত কচুরি তা আগে কোনো দিন দেখেননি তিনি। ৩০ বছরে এত কচুরিপানা এই প্রথম। তিনি বলেন, এর আগেও প্রতি বছর কচুরি দেহি বুড়িগঙ্গায়। তবে এ বছর এত কচুরি আর কোনো বছর দেখেননি তিনি। নৌকা বাইতে পারিনি বলে না খেয়ে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি