• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

চকরিয়ায় যুগান্তর প্রতিনিধি মনসুর মহসিন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধিঃ / ২৭১ Time View
আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন।

২৮ মে (শনিবার) সকাল ১০টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভায় সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আগামী ৩ বছরের জন্য তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন। আবুল মনসুর মোঃ মহসিন উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য ও জাতীয় দৈনিক যুগান্তর এর চকরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত সভাপতির পিতা আলহাজ্ব মাষ্টার আবুল কাসেম ফারুক বিবিসি একাত্তরকে বলেন, আশির দশকে ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার ছেলে-মেয়েরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছিল। এ বিষয়টি চিন্তা করে ১৯৮২ সালে আমার ব্যাক্তিগত সম্পত্তি থেকে ২৫ শতক জমি বিদ্যালয়ের নামে দান করে এই স্কুলটি প্রতিষ্ঠা করি। পরবর্তীতে ২০১৩ সালে এটি সরকারি করণ হয়। আজকের দিনে এই বিদ্যালয়টি চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় গুলোর মধ্যে একটি। তা দেখে আমার গর্বে মন ভরে যায়।

সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোঃ আবু জাফর বলেন, ইতিপূর্বে স্কুল পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১১টি সদস্য পদে নির্বাচন/মনোনয়ন কার্যক্রম সম্পন্ন করেন। তারই আলোকে নিয়মানুযায়ী সভাপতি নির্বাচনের লক্ষ্যে অনুষ্টিত স্কুল পরিচালনা কমিটির প্রথম সভায় আবুল মনসুর মোঃ মহসিনকে সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত করে রেজুলেশন পাশ করা হয়েছে।

চকরিয়ার পরিচ্ছন্ন সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি