• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মালুমঘাট দিশারী সমিতির কমিটি গঠন ও ইফতার মাহফিল,আলোচনা সভা সম্পন্ন ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে তৃনমুলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে সরকার – পলক ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীকে সাইকেল ও নগত অর্থ প্রদান তিন মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন — আইন ও সালিশ কেন্দ্র কোটচাঁদপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণ করা চকরিয়ার তিন প্রবাসীর জানাজা সম্পন্ন ঝিনাইদহ পৌরসভার কলাবাগানপাড়ারতিনটি রাস্তার কাজের উদ্বোধন ঝিনাইদহ হাসপাতালে প্রাতিষ্ঠানিক বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন যশোরে টিসিবির পণ্য কিনতে আসা নারী পুরুষের উপচে পড়া ভিড় কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলামের বিরুদ্ধে চাঁদা নওয়ার অভিযোগ না দিলে মামলা

চকরিয়ায় দিনমজুর হত্যাকান্ড; থামেনি অবুঝ শিশুদের কান্না, ছয়দিনেও কেউ গ্রেফতার হয়নি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ১৩৬ Time View
আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা ইউপি চেয়ারম্যানের নির্দেশে প্রকাশ্যে দিনমজুর আমির হোসেন হত্যাকান্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিদের গ্রেফতারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন।

চকরিয়ায় দিনমজুর আমির হোছন হত্যাকান্ডের আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে রবিবার বিকেলে নিহতের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন আমির হোছনের স্ত্রী ছকিনা ইয়াছিন।

গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মোবাইলে ডেকে নিয়ে সন্ত্রাসীরা নৃশংস ভাবে হত্যা করে দিনমজুর আমির হোছনকে। এঘটনায় গত বৃহস্পতিবার নিহতের স্ত্রী ছকিনা ইয়াছমিন বাদি হয়ে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে প্রধান আসামি করে ১০জনের নাম উল্লেখপূর্বক আরো ১২জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

হত্যাকান্ডের ছয় দিন অতিবাহিত হলেও এখনো কোন আসামি গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে নিহতের স্ত্রী ছকিনা ইয়াছমিন যুগান্তরকে বলেন, আমার স্বামীকে প্রকাশ্যে ডেকে নিয়ে চেয়ারম্যান আদর ও তার বাহিনী হত্যা করেছে। আশামিরা প্রভাবশালী হওয়ায় একজন আসামিও গ্রেফতার করেনি পুলিশ! এদিকে প্রধান আসামি চেয়ারম্যান আদরকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে জানান নিহতের স্ত্রী ছকিনা ইয়াছমিন।

সংবাদ সম্মেলনে ছকিনা ইয়াছমিন বলেন, আমার স্বামী ও তাদের আত্মীয়-স্বজন গত ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসানুল ইসলাম আদরের পক্ষে কাজ না করায় নির্বাচন পরবর্তী তিনি প্রতিশোধ নিতে তার লালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে সুপরিকল্পিতভাবে তার স্বামী আমির হোসেনকে হত্যা করে। ছকিনা ইয়াসমিন আরও বলেন, স্বামী হত্যার ঘটনায় পাঁচদিন পার হলেও এখনো এ বর্বর হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে আমি এতিম তিন শিশু সন্তানকে নিয়ে এখন চরম আতঙ্কে দিনাতিপাত করছি। অবিলম্বে স্বামী হত্যার আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান নিহত আমির হোসেনের স্ত্রী ছকিনা ইয়াসমিন।
এদিকে হত্যাকান্ডের পাঁচদিনের মাথায় শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আমির হোছন হত্যাকান্ডের আসামি গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি