• রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা আশুলিয়ায় স্বামী-স্ত্রী-ছেলের লাশ উদ্ধার মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন : ভারতপন্থী প্রার্থীর পরাজয় ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মবার্ষিকী উপলক্ষে হুদা মেলা ঠাকুরগাঁও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ বাক্কুম ব্রীজের ঢালাই ঝরে ফুঁটো; যানচলাচলে দূর্ঘটনার আংশকা! ঠাকুরগাঁও রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ: শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়

মিথ্যা জি‌তে গে‌লে দে‌শের অস্তিত্ব থাকবে না : দুদু

নিজস্ব সংবাদদাতা / ২০৬ Time View
আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে এখন সত্য মিথ্যার লড়াই চলছে। দেশে এখন গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের লড়াই চলছে। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই। মিথ্যা যদি জিতে যায়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।

রোববার ২৯ মে নয়াপল্টনে বিএনপি’র পার্টি অফিসে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না জন্মালে এদেশ জন্ম হতো কিনা সন্দেহ। তার স্বাধীনতার ঘোষণায় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তার স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর বর্তমান গণতন্ত্রের জন্য লড়াই করছেন দেশ নেতা তারেক রহমান।

তিনি বলেন, দেশে এখন সত্য মিথ্যার লড়াই চলছে। দেশে এখন গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের লড়াই চলছে। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই। মিথ্যা যদি জিতে যায় তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতি যদি আমরা শ্রদ্ধা জানাতে চাই, তাহলে এই লড়াইয়ে আমাদের জিততে হবে।

বিএনপির এই নেতা বলেন, যার বাবা স্বাধীনতার ঘোষক, যার মা গণতন্ত্র ফিরিয়ে এনেছেন সেই তারেক রহমান নির্বাসিত জীবনযাপন করছে। দেশে আসতে পারেন না। তার ভাই আরাফাত রহমান কোকো ‌বি‌দে‌শে মৃত্যুবরণ করেছেন। আমি মনে করি তাকে নির্মমভা‌বে হত্যা করা হয়েছে।

এ সময় আগামী দিনে সবাইকে রাজপথ থাকার আহ্বানও জানান তিনি।

সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি