ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০মে ২০২২ সোমবার সকাল ১১,৩০মি: উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ,” বিজয়ের ময়দানে রাণীশংকৈল” আলোচনা সভা ও মোড়ক উন্মোচনের শুভ উদ্বোধন করা হয়৷
বিজয়ের ময়দানে রাণীশংকৈল, বইটি সম্পাদনা করেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকারনাইন কবির।
বইয়ের মোড়ক উন্মোচনের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান,গেষ্ঠ অব অনার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা আ”লীগ সভাপতি সইদুল হক পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, আ”লীগ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম।
এছাড়াও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আতিকুর রহমান বকুল,শরৎচন্দ্র রায়,প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠান শেষে উপস্থিত মুক্তিযুদ্ধাদের হাতে বইটি তুলে দেন নির্বাহী অফিসার মোহদয়, অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক।