১৯৮৪ সালের ৩১ মে বরকলের ভূষনছড়ায় নৃশংস গণহত্যা ও পার্বত্য চট্রগ্রামে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী ও তাদের মদদ দাতাদের দেশ বিরোধী মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩১ মে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় মুক্ত মঞ্চের সামনে জেলা কমিটির সহ-সভাপতি জনাব নুরুল আলম এর সভাপতিত্বে বিশাল প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মজিবুর রহমান, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি জনাব আবদুস শুক্কুর, জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক শাহাজালাল, পৌরসভার সভাপতি শামসুল হক সামু, পৌরসভার সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরী,উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল হক সহ জেলা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত হয়,
পৌরসভার হোটেল হিলবার্ড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ মজিবর রহমান বলেন,১৯৮৪ সালের ৩১ মে বরকলের ভূষনছড়ায় নৃশংস গণহত্যা ও পার্বত্য চট্রগ্রামে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী ও তাদের মদদ দাতাদের দেশ বিরোধী মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে যারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত,তারা সঠিকপথে না এলে, ভবিষ্যতে দেশরক্ষায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আরও কঠিন কর্মসূচী হাতে নিতে বাধ্য হবেন বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।