ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ভোট ২জুন বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ১টা পযর্ন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ছাত্র ছাত্রীরা লাইন ধরে ভোট দিচ্ছেন। প্রধান শিক্ষক
ফরিদা ইয়াসমিন বলেন, সারাদেশে স্কুলের ছেলে মেয়েদের ভোট চলচ্ছে এতে
গনতন্ত্র চর্চা হচ্ছে। ভোট কিভাবে দিতে হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন -এ প্রতিনিধি কে বলেন, সমগ্র উপজেলার মোট ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ১১ হাজার ৪০৩ জন শিক্ষার্থী এ র্নিবাচনের ভোটার।
এছাড়াও প্রার্থী, প্রধান নির্বাচন কমিশনার, প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং, পোলিং কর্মকর্তাসহ আনসার বাহিনীর দায়িত্বে ছিলেন শিক্ষার্থীরা। প্রত্যেক বিদ্যালয়ের ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর একজন ছেলে ও একজন মেয়ে শিক্ষার্থী প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনের মাধ্যমেই ৭ সদস্যে বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। ভোট পর্যবেক্ষন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন,সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম,ঘনেস্বামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।