পার্বত্য লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে গৃহবধূর এক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।
শুক্রবার(৩জুন)সকাল ১০টার দিকে বসত ঘরের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত-পারভিন আকতার(২৪)ফাঁসিয়াখালী ইউপির ৬নং ওয়ার্ডের অংশারঝির এলাকার নুরুল আবচারের স্ত্রী।
মৃত্যূর বিষয়টি নিশ্চিত করে স্হানীয় মেম্বার হেলাল উদ্দিন জানান,আবচারের স্ত্রী নিজ কক্ষে ঝুলন্ত অবস্হায় দেখে স্হানীয়রা আমাকে অবহিত করেন।আমি তাৎক্ষণিক খবরটি লামা থানায় জানালে,থানা পুলিশ এসে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।তবে স্ত্রীর আত্মহত্যাটি রহস্যজনক মনে করে স্হানীয়রা স্বামীকে আটক করে রাখেন।পরে পুলিশ আসলে,তাকে পুলিশের কাছে সোর্পদ্দ করেছে।
লামা থানার এস আই মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন,স্থানীয় মেম্বারের দেওয়া সংবাদের ভিত্তিতে আমরা গৃহবধূর ঝুলন্ত লাশটি উদ্ধার করি।পরে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করি। ময়না তদন্তের মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।তবে স্হানীয়রা নিহতের স্বামীকে আটক রেখে,আমাদের কাছে হস্তান্তর করেছেন।