যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এবং জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় ৪জুন শনিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭), ২০২২ শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঠাকুরগাঁও, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁওসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগণ।