প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ।
শনিবার (৪ জুন)সকালে ১১টায় উপজেলা বন্দর সেন্টার এলাকা থেকে যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান ও যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান বলেন, আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটূক্তিকারী ও হত্যার হুমকিদাতাদের বিচার আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।কোন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ভাইয়ের নির্দেশ অনুয়ারী এসব অপশক্তি ঠেকাতে সকল নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।