চকরিয়ার সীমাবর্তী পার্বত্য লামার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের দফাদার জয়নাল আবেদীন (৩৮) ক্যান্সার রোগে হারা মেনে না ফেরার দেশে চলে গেলেন,ইন্নালিল্লাহি……..রাজিউন।
সোমবার (৬ জুন) দুপুর ১২টার দিকে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দফাদার জয়নাল আবেদীন (৩৮) ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুমারী বাজার পাড়া গ্রামের মৃত এজাহার আহমদের ছেলে।
মৃত্যূর বিষয়টি নিশ্চিত করে স্হানীয় ইউপি সদস্য আবু ওমর বলেন,দফাদার জয়নাল দীর্ঘদিন ক্যান্সার রোগে ভোগছিলেন।টাকার অভাবে হাসপাতালে থেকে চিকিৎসা করতে না পারলেও,চিকিৎসার ব্যবস্হাপত্র নিয়ে বাড়ী থেকে ঠিকমত ওষুধ খাচ্ছিলেন।এমতাবস্থায় আল্লাহর হুমকে সোমবার দুপুর ১২টার দিকে তার তিন সন্তান রেখে,নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।একই দিন এশারের নামাজের পর কুমারী বাজারের বড়ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন।