কক্সবাজারের জেলা প্রসাশকের আয়োজনের মধ্যে দিয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, মহেশখালী উপজেলাকে হারিয়ে, স্বপ্নের ফাইনালে বৃহত্তর চকরিয়া উপজেলা ফুটবল টিম চ্যাম্পিয়ান হয়েছে।
মঙ্গলবার ৭ জুন বিকেল ৪ টার সময় কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে পূর্বের কর্মসূচীর আলোকে জেলা প্রসাশক ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।মাঠের একপ্রান্তে চকরিয়ার শক্তিশালী টিম, চকরিয়া উপজেলা বনাম, মাঠের আরেক প্রান্তে মহেশখালী উপজেলার পরাশক্তি ফুটবল টিমের মধ্যেকার খেলা শুরু।
রেফারি বাঁশি দেওয়ার সাথে সাথে খেলা শুরু, দুইদলের তুমুল লড়াইয়ে চরমে চরমে পাশিং, গ্যালারিতে হাজার ও দর্শক, মাঠের একপ্রান্তে থেকে, আরেক প্রান্তে চষে বেড়াচ্ছেন চকরিয়া উপজেলার ফুটবল টিম ও মহেশখালী উপজেলার আরেক পরাশক্তি ফুটবল টিম, দুই দলের সমান তালে খেলা চলমান।
বল দখলের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে মরিয়া আলহাজ্ব ফজলুল করিম সাঈদি হাতে গড়া চকরিয়ার উপজেলার ফুটবল টিম এর খেলোয়াড়দের। শেষের শেষ মূহুর্তে, আক্রমণ আর আক্রমণ, সময় ঘনিয়ে আসছে, দুই দলের মরণ কামড় যুদ্ধ, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, শেষ মেষ রেফারি শেষ বাঁশি খেলা সমাপ্ত।
খেলার রোজ অনুযায়ী, চলে গেলেন ট্রাইবেকারে দুই উপজেলার মধ্যে বাঁচাই করা খেলোয়াড়দের নিয়ে ট্রাইবেকার শুরু, গোল আর গোল, শেষ পযার্য়ের মহেশখালী উপজেলাকে হারিয়ে, স্বপ্নের ফাইনালে চ্যাম্পিয়ান শিপ ডিসি গোল্ডকাপ নিয়ে ঘরে ফিরলেন বৃহত্তর চকরিয়া উপজেলা ফুটবল টিম।
চকরিয়া উপজেলার নাম অনিচ্ছুক একজন সিনিয়র খেলোয়াড় বলেন, আমাদের ফাইনালে যাবার সফলতার উৎসক উদ্দীপনা জাগিয়ে তুলেছেন চকরিয়া জেলা ফুটবল এসোসিয়েনের সম্মানিত সভাপতি, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা ভূমি অফিসার, রাহাত উদ জামান, ওরা সর্বক্ষণ গ্যালারিতে উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছেন
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রসাশক মোঃমামুনুর রশিদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগে সফল সাধারণ সস্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,জেলা ফুটবল এসোসিয়েনের সম্মানিত সভাপতি, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। এতে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা শেখ জামাল ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সস্পাদক শওকত হোসেন, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চকরিয়া উপজেলার সফল সাধারণ সস্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য পরিমল বডুয়া, উপজেলা ফুটবল টিমের কোচ নুরুল আবছার সহ জেলার অধিকাংশ প্রসাশনিক কর্মকর্তা অসংখ্য ক্রীড়াবীদ নেতারা উপস্থিত ছিলেন।