• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

চকরিয়ায় দীর্ঘদিনের চলাচলের পথ দখলের চেষ্টা, বাঁধা দেয়ায় কুপিয়ে গুরুতর জখম

চকরিয়া প্রতিনিধি / ২২২ Time View
আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

কক্সবাজারের চকরিয়ার বরইতলীতে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের চেষ্টা করেছে দখলবাজ চক্র। দখলে বাঁধা দেওয়ায় জমির মালিক ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবেদীনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

উপজেলার বরইতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব খয়রাতী পাড়া এলাকায় ৭জুন সকাল ৯টায় ঘটেছে এ ঘটনা।

হামলাকারীরা হলেন- পূর্ব খয়রাতী পাড়া এলাকার মৃত আহমদের পুত্র নুরুচ্ছফা (৪৫), মৃত আহমদ কবিরের পুত্র দেলোয়ার হোসেন (৫৫), মোহাজের পাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আমির হোসেনের পুত্র নুরুল আলম (৪৩), মৃত আমির হোসেনের পুত্র নোমান (২৮), পূর্ব খয়রাতি পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র আজাদ হোসেন (২৫)।

ভুক্তভোগী সাবেক মেম্বার মৃত নুরুল কবিরের পুত্র জয়নাল আবেদীন অভিযোগ করেন, আমার
পৈত্রিক নামীয় বরইতলী মৌজার বিএস ৬৫৪ নং খতিয়ানের বিএস ৫৫৭৯,৫৫৮০,৫৫৯০ নং দাগের ৬০ শতক বসতভিটার জমি হইতে বিএস ৫৫৭৯ ও ৫৫৮০ দাগের ৩৭শতক জমি দখলে নিতে উল্লেখিত হামলাকারীরা রাস্তাসহ জমি জবর দখলের চেষ্টা করলে, আমি বাঁধা দিই। ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী ও দখলবাজচক্র আমাকে হত্যার উদ্দেশ্য লোহা, কিরিচ দিয়ে আঘাত করে হাতের কব্জির উপরের অংশে কেটে গিয়ে গুরুতর জখম হয়। সন্ত্রাসী ও দখলবাজরা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় মেম্বার চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার কামনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি