ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার শিবদিঘী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৭ ই জুন মঙ্গলবার সকাল ১১ টায় রানীশংকৈল ফায়ার ষ্টেশনের অফিসার নাসিমের নেতৃত্বে একটি দল সচেতনতা মূলক অগ্নিনির্বাপন মহড়ার ব্যবস্থা করেন।
এই মহড়ায় অাগুন নিভানোর যাবতীয় কলা কৌশল সহ বিভিন্ন দূর্যোগে তরিৎ করনীয় দিকসমুহের মহড়া প্রদশন করা হয়।
এবং মাদ্রাসার এতিম খানার ছাত্র দের কে হাতেই আগুন নিভানোর নানা কৌশল শিখান।
আরো উল্ল্যেখ্য যে, কারো বাসায় কিংবা বাড়িতে গ্যাসের সিলিন্ডারে হঠাৎ আগুন লেগে গেলে কিভাবে নিভানো হয় তা নানা দিকের মাধ্যমে মহড়া প্রর্দশন করেন এবং শিখান।
এসময় উক্ত মাদ্রাসার এতিভখানার প্রধান শিক্ষক সহ ছাত্র এবং প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকার, সিনিয়র রির্পোটার একে,আজাদ ও অন্যান্য আশে পাশের মহিলা পুরুষ অনেকেই উপস্হিত ছিলেন।