• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

চকরিয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত ৭ পলাতক আসামী গ্রেপ্তার

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া / ১৫৭ Time View
আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ৭জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত চকরিয়া থানার একদল পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এসব পলাতক আসামীদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা এলাকার মৃত মো. মোজাফ্ফর আহামদের ছেলে মো. গিয়াস উদ্দিন ও একই এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে রমজান আলী, খুটাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলছড়ি এলাকার আবুল কাশেমের ছেলে মো. এনাম, বিএমচর ইউনিয়নের ছৈনারমাঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে হেলাল উদ্দিন, বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মৃত মোহাম্মদ ভুট্টোর ছেলে মো. সনেট, সাহারবিল ইউনিয়নের রামপুর কাজলী বাপের পাড়া এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে আবুল হাশেম ও খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলিরবিল এলাকার মৃত ছিদ্দিক আহামদের ছেলে শাহীন উল্লাহ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই একাধিক জি আর ও সি আর মামলার পলাতক আসামী। তারা আদালতের পরোয়ানা মাথায় নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এতদিন আতœগোপনে ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত এসব আসামীদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে থানার তালিকাভূক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি