ঠাকুরগাঁওয়ে ৯জুন বৃহস্পতিবার পুলিশ অফিস সম্মেলণ কক্ষে মে/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও উক্ত সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে জেলার কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ এএসআই(নিঃ) ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মোতাহারুল ইসলাম, সদর থানা; শ্রেষ্ঠ এসআই(নিঃ)ও মাদক চোরাচালান উদ্ধারকারী অফিসার মুকুল চন্দ্র সেন, সদর থানা; মোটরযান আইনে মামলায় শ্রেষ্ঠ জরিমানা আদায়কারী অফিসার পুলিশ পরিদর্শক(শওযা) মোহাম্মদ মুনাজ্জির হুসেন, সদর ট্রাফিক অফিস; শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, সদর থানা; শ্রেষ্ঠ সার্কেল অফিসার সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ঠাকুরগাঁওগণকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার, এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল; সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল; সহকারি পুলিশ সুপার, পিবিআই; সিআইডি ও হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।