চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭আসামিকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
১০জুন শুক্রবার থানা পুলিশের প্রকাশিত আটককৃতদের বিষয় নিয়ে প্রকাশিত তথ্যসূত্র থেকে জানা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল, চট্টগ্রামের সার্বিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রামের নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এএসআই (নিঃ) কাজী সাইফ উদ্দিন মাহমুদ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং-৩৫৬/১০, ধারা-বন আইনের ২৬(১-ক) মুলে ০৬(ছয়) মাসের কারাদন্ড ও ৫,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত আসামী ১। মোজাম্মেল পিতা-আহমদ হোসেন, সাং-পুরানগড়, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে এএসআই কাজী সাইফ উদ্দিন গ্রেফতার করেন।
এছাড়া সাতকানিয়া থানার মামলা নং-০৫(০৫)১৩, ধারা-৩২৪ পেনাল কোড, জি.আর ৭৯/১৩ মুলে ০৬(ছয়) মাসের সশ্রম কারাদন্ড ও ১,০০০/-(এক হাজার) টাকা জরিমানা ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ডে আসামী ২। আবদুল হাকিম, পিতা-আঃ মান্নান, আসামী ৩। আবদুল কাদের, পিতা-সাচি মিয়া, উভয় সাং-এওচিয়া, চুড়ামনি আবাসন প্রকল্প, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে এএসআই সাখাওয়াত হোসেন গ্রেফতার করেন।
সাতকানিয়া থানার অধর্তব্য মামলা নং-১২২/২১, তাং-২২/১১/২১, ধারা-৪২৭/ ৫০৬ পেনাল কোড, নন জি.আর ৪৫/২২ মুলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ৪। মোঃ ফেরদৌস (৩৫), পিতা-আবদুর রাজ্জাক, সাং-গোয়াজর পাড়া, ৯নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে এএসআই সাখাওয়াত হোসেন, সি.আর মামলা নং-১৭৫/২১(সাতকানিয়া), ধারা-৪০৬/৪২০/৫০৬(২) পেনাল কোড মুলে আসামী ৫। মোহাম্মদ মনজুর আলম, পিতা-মৃত শামসুল হক, সাং-বারদোনা, আদর্শ পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে এএসআই মোঃ নুর নবী, সাতকানিয়া থানার মামলা নং-২১(০৩)০৪, ধারা-অস্ত্র আইনের ১৯-ক, বিঃ ট্রাইঃ নং-১০২/০৪ মুলে গ্রেফতারী পরোয়ানাভু্ক্ত আসামী ৬। মোকতার, পিতা-মৃত আবদুস সালাম, সাং-চুরামনি সিকদার পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে এসআই মকিবুল হোসেন, সাতকানিয়া থানার মামলা নং- ২১(০১)১৫ ধারা-১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ও ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) এর গ্রেফতারী পরোয়ানা মুলে আসামী ৭। আবদুল আলীম, পিতা-আবদুল মান্নান, সাং-এওচিয়া, চুড়ামনি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে এএসআই সাখাওয়াত হোসেন গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয় বলে থানা সূত্রে জানা যায়।
এব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, অপরাধ দমনে সাতকানিয়া থানা পুলিশ জিরু টলারেন্স নীতিতে বিশ্বাসী বলে জানান।অপরাধী যে কেউ হউক-না- কেন কাউকে ছাড় দেওয়া হবেনা বলে জানান।