• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক শামসুল আলম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ১৮১ Time View
আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, তরুণ আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান (১৫৬ ভোট) ও পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শামসুল আলম(১৫০ ভোট)।
১১ জুন মরংঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোলতান মাহমুদ টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠেয় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর আলম এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাতামুহুরী সাংগঠনিক টিমের প্রধান মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট রঞ্জিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমর উদ্দিন আহমদ, সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, গিয়াস উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, মকছুদুল হক ছুট্টো, মঈন উদ্দিন চৌধুরী, জাফর আলম ছিদ্দীকী, সাধারণ সম্পাদক মহসিন বাবুল, দপ্তর সম্পাদক বাহাদুর আলম বাদশা ও সহ দপ্তর সম্পাদক ইফতেখার বকুল প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি প্রার্থী হিসেবে সোলতান মাহমুদ টিপু, মোস্তাফিজুর রহমান ও শওকত হোসেন বকুল এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে শামসুল আলম ও জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করা হয়।
সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্য থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
২৫১ জন কাউন্সিলরদের মধ্যে ২২৯ জন কাউন্সিলর ভোট প্রদান করেন।
সর্বোচ্চ ১৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান। নিকটতম সোলতান মাহমুদ টিপু পেয়েছেন ৫১ ভোট ও শওকত হোসেন বকুল পেয়েছেন ২২ ভোট।
সাধারণ সম্পাদক পদে শামসুল আলম পেয়েছেন ১৫০ ভোট ও জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৯ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি