মগনামার জয়নাল হত্যা মামলার অন্যতম আসামী ও ইনানী রিসোর্টের ত্রিফল মাডার মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী, মগনামার রাতের মূর্তিমান আতঙ্ক ছাত্রদল নেতা ও জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমানকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। গতকাল রাতে মগনামায় অভিযান চালিয়ে পেকুয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা যায়, তার বিরুদ্ধে হত্যা চাদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। জয়নাল হত্যার বাদি বলেন, আমার ভাইয়ের হত্যার সময় অংশ নেয়া ও পরিকল্পনাকারীর মধ্যে অন্যতম ছিল এই জিয়া বাহিনীর জিয়া। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর আমাদের পরিবারকে সে নিয়মিত হুমকি দিতেন মামলা প্রত্যাহার না করলে আমাদেরকে জানে মেরে ফেলবেন বলে বিভিন্ন সময় হুমকি দিত এই জিয়া। মামলার অন্যতম আসামী জিয়া গ্রেফতার হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন।
জানা যায়, জিয়াউর রহমান স্থানীয় কিছু দুর্বৃত্ত নিয়ে গঠন করেন জিয়া বাহিনী৷ জিয়া বাহিনীর মুল কাজ হলো মগনামার পরিবেশকে সবসময় বিশৃঙ্খল রাখা। সে ও তার বাহিনী বিভিন্ন সময় মগনামায় চাঁদাবাজি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।