• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

পেকুয়ায় পুত্রবধূর হামলায় বৃদ্ধ শাশুড়সহ আহত-২

পেকুয়া প্রতিনিধি / ১৬২ Time View
আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২

কক্সবাজারের পেকুয়ায় পুত্রবধূর হামলায় বয়োবৃদ্ধ শাশুড়সহ ২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জন স্কুল ছাত্রীও রয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১১ জুন (শনিবার) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জখমীরা হলেন ওই এলাকার ফজল কাদের (৭৫) ও মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান শিফা (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকেলে দক্ষিণ মেহেরনামা বাজারপাড়ায় ফজল কাদের ও তার ছেলে নেজাম উদ্দিনের স্ত্রী মিনু আরা বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে পুত্রবধূ মিনু আরা বেগম ধারালো দা নিয়ে বয়োবৃদ্ধ শাশুড় ফজল কাদেরকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে ফজল কাদেরের মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান শিফা বয়োবৃদ্ধ পিতাকে উদ্ধার করতে যান। এ সময় মিনু আরা বেগম ও তার স্বামী নেজাম উদ্দিন নুসরাত জাহান শিফাকে চুলের মুঠি ধরে টানা হ্যাচড়া করে মাটিতে লুটিয়ে ফেলে। এক পর্যায়ে তারা ওই ছাত্রীকে তলপেটে লাথি ও কিল, ঘুসিতে আহত করে। প্রত্যক্ষদর্শী মো: কাইছারের স্ত্রী রুমি আক্তার বলেন, মিনু আরা ও আমি জা। আমরা ২ জন ওই পরিবারের পুত্রবধূ। বড় ভাই নেজাম উদ্দিন অনেক আগে থেকেই বৃদ্ধ পিতামাতাকে মারধরসহ মানসিক অত্যাচার করছিলেন। ঘটনার দিন তারা স্বামী-স্ত্রী এসে আমার শাশুড় ও ননদ শিফাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আমার শাশুড়ের কাছে টাকা ছিল। তারা ৩০ হাজার টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। হামলার পর টমটম নিয়ে পালানোর সময় স্থানীয়রা আটকানোর চেষ্টা করছিল। কিন্তু তারা দ্রæত পালিয়ে যায়। ফজল কাদেরের ছেলে নেজাম উদ্দিন জানান, আমার বাবার বয়স হয়েছে ৭৫ বছর। তাকে মাথায় দা কুপানো হয়েছে। চমেক হাসপাতালে রেফার করা হয়। আমার বড় ভাইয়ের স্ত্রী ভয়ংকর মহিলা। প্রত্যক্ষদর্শী অনার্সের ছাত্রী তাবাচ্ছুম জানান, এ ঘটনার পর তারা স্বামী-স্ত্রী পালিয়ে গেছে। বৃদ্ধ ফজল কাদের আহত হয়েছে। এ খবর জানাজানির পর অনেক মানুষ রাস্তায় বের হয়। জসিম উদ্দিনের স্ত্রী রওশন আরা জানান, খোদ একজন পিতাকে স্ত্রীকে দিয়ে এ ভাবে হামলা মধ্যযুগীয় বর্বরতার চেয়ে ভয়ংকর। ছৈয়দা খাতুন জানান, আমরা এ ধরনের হামলা দেখে অবাক হয়ে গিয়েছি। কেমন ছেলে ও এমন ছেলের বউ কেন হয়। পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই ক্ষতিগ্রস্তপক্ষকে আইনী সহায়তা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি