ভারতের বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও নবীর সহধর্মিণী মা আয়শা (রাঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ জুন) দুপুর- ৩.০০ টায় রাণীশংকৈল শেখ রাসেল মিনি স্টোডিয়াম হ্যালিপ্যাড মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের চৌরাস্তায় এসে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সভা করেন। এবং কেয়কজন মুসল্লী বক্তব্য রাখেন, বক্তারা নুপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রায় কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; সম্প্রতি ভারতের একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা, যা মুসলিম সমাজে ক্ষোভের সৃষ্টি করেছে। ইতিমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে।