কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে ভোটেই আবারো নির্বাচিত হয়েছেন বিলুপ্তি কমিটির জৈষ্ট্য পদে থাকা দুই নেতা। সভাপতি ও সম্পাদক হিসেবে ফের নির্বাচিত হয়েছেন সাবেক কমিটির সভাপতি আবুল হোসাইন শামা ও কামাল হোসেন। তারা আবারো ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ওই ইউনিয়নে ক্ষমতাসীন দল আ’লীগের কর্ণধার হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন। ১৪ জুন (মঙ্গলবার) পেকুয়ায় বারবাকিয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে দুপুরের দিকে সম্মেলনের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছে। উচ্ছাস ও প্রাণবন্ত আয়োজনে ওই দিন দুপুরে ওই সম্মেলনের বর্ণিল শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল হোসেন শামার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার ক্ষমতাসীন দল আ’লীগের সাংসদ জাফর আলম বিএ(অনার্স)এমএ। এ সময় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আ’লীগ সহসভাপতি রেজাউল করিম, বক্তব্য দেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও জেলা আ’লীগের জৈষ্ঠ্য নেতা মোহাম্মদ হোসাইন বিএ, বরইতলীর সাবেক চেয়ারম্যান জেলা আ’লীগ নেতা এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, জেলা আ’লীগ নেতা এসএম গিয়াস উদ্দিন, লায়ন কমরুদ্দিন আহমদ, জিএম আবুল কাসেম, উপজেলা আ’লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) শহীদুল্লাহ বিএ, সাধারন সম্পাদক আবুল কাসেম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা উম্মে কুলসুম মিনু, প্রবীন আ’লীগ নেতা বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল কাদের, উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, যুগ্ম সম্পাদক রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, উজানটিয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম, টইটং ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, সভাপতি ছরওয়ার কামাল, উজানটিয়ার সভাপতি শাহ জামাল, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, শিলখালীর সাধারন সম্পাদক বেলাল উদ্দিন, আ’লীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী, পেকুয়া সদরের সভাপতি এম,আজম খান, সাধারন সম্পাদক বেলাল উদ্দিন বিএসসি, আ’লীগ নেতা আবুল শামা শামীম, সাইফুদ্দিন খালেদ, উপজেলা যুবলীগ সহসভাপতি মোহাম্মদ হোসাইন, শফিউল আলম মেম্বার, উপজেলা আ’লীগ নেতা কাজীউল ইনসান, যুগ্ম সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা এনামুল হক, উপজেলা আ’লীগ নেতা মফিজুর রহমান, জাতীয় শ্রমিকলীগ পেকুয়ার সাবেক সাধারন সম্পাদক এস,এম শাহাদাত হোসাইন, ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ, বারবাকিয়া আ’লীগ কবির আহমদ, আমির হোসাইন, নুরুল কবির, মঈদুর রহমান, প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম, ইউপি সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আ’লীগ নেতা হারুনুর রশিদ বাদশাহ, মোক্তার মাঝি, হাজী নুুরুল আবছার, আবু ছৈয়দ টুকু, ছাত্রলীগ সাধারন সম্পাদক এহেতাছামুল হক, সাবেক ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, যুবলীগ নেতা মো: মহিউদ্দিন, আবদুল করিম, হোসাইন মোহাম্মদ বাদশাহ, বেলাল উদ্দিন মেম্বার, নাছির উদ্দিন মিয়া মেম্বার, কৃষকলীগ নেতা আবদুল্লাহ আল মামুন। এ দিকে দ্বিতীয় অধিবেশনে ওই দিন কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ বিএ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে কাউন্সিল অধিবেশন। সভাপতি ও সাধারন সম্পাদক পদে সরাসরি ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে। সভাপতি প্রার্থী ছিলেন ৪ জন। সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আগের কমিটির সভাপতি আবুল হোসেন শামা। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান। সাধারণ সম্পাদক পদে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছেন সাবেক কমিটির সাধারন সম্পাদক কামাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন হেলাল উদ্দিন। মাত্র ৫ ভোটে তিনি ধরাশয়ী হন।