আলীকদমের জঙ্গল থেকে আরো ১৭টি বিদেশি গরু আটক করেছেন ৫৭ বিজিবি। ১৪ জুন বিকেলে বিজিবির অভিযানে আলীকদম মিরিন চর পয়েন্টে চোরাচলানিদের কবল থেকে এ সব গরু আটক হয়। জানাযায়, চোরাকারবারি চক্র আন্তর্জাতিক সীমানা ডিঙ্গিয়ে থাইল্যান্ড থেকে মীয়ানমার হয়ে পাহাড়ি পথে বাংলাদেশে গরু নিয়ে আসে। সূত্র জানায়, ”গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি এর আওতাধীন মেরিন চর নামক স্থানে কিছু চোরাকারবারী মায়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। সংবাদ পেয়ে বিজিবি ৫৭ ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে, ৪০ জন বিজিবি সদস্যের একটি বিশেষ টহলদল মেরিন চর এলাকার মাতামুহুরী নদীর অপর পাশের দূর্গম এলাকায় পৌঁছে। ওই সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো রেখে দ্রুত পালিয়ে যায়। টহল দল ১৪ জুন সাড়ে ছয়টায় সেখান থেকে ১৭ টি মায়ানমার হতে চোরাচালানকৃত গরু আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আইনী কার্যক্রমের জন্য আটককৃত গরু বিজিবি ৫৭ ব্যাটালিয়ন সদরে আনা হয়। আটককৃত গরুর আনুমানিক মূল্য, বাইশ লাখ পচাঁনব্বই হাজার টাকা বলে সূত্রে জানাযায়। এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মর্মে ৫৭ বিজিবি কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত ২৪ মে/২২ বিজিবি আরো ৪০টি বিদেশি গরু আটক করেছিল। পরে শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে সেগুলো নিলামে বিক্রি করা হয়। প্রসঙ্গত: বিভিন্ন সূত্রে জানাগেছে, ত্রি-দেশিয় একটি স্মাগলার দল সীমান্তে চোরাচালান কর্মকান্ড চালিয়ে আসছে। সম্প্রতি কোরবানীর মৌসুমকে সামনে রেখে তারা গরু বাজারজাতে বাংলাদেশকে টার্গেট করেছে। ভৌগোলিকভাবে অনুকুল হওয়ায় থাইল্যান্ডের এ সব গরু মীয়ানমার হয়ে আলীকদম-নাইক্ষ্যংছড়ির পাহাড়ি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে।