কক্সবাজারের চকরিয়ায় একাধিক মামলার পলাতক আসামি আলমগীরকে গ্রেফতার করেছে র্যাব।
চকরিয়া থানা সুত্রে জানা যায়, সোমবার র্যাব-৭ এর বিশেষ অভিযানে গ্রেফতারী পরওয়ানা ভুক্ত আসামি উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরাল খালী এলাকার নুরুল আমিনের পুত্র আলমগীর(৩৪) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া আলমগীরের বিরুদ্ধে ২০১৩ সালের নাশতা সহ চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় ৯ টি মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাহারবিল এলাকার আলমগীর নামক পরওয়ানা ভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।##