বান্দরবান জেলা থেকে বিশেষ সম্মাননা হিসেবে “বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১” অর্জনকারী লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন আলীকদম জোন কমান্ডার লে: কর্ণেল মঞ্জুরুল হাসান পিএসসি।
১৩ জুন(সোমবার) দুপুরে আলীকদম জোন সদর দপ্তরে এই গুণি সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময় জোনের পক্ষ থেকে গিফট বক্স ও সম্মাননা স্বরূপ নগদ অর্থ তোলে দেন বীর মুক্তিযোদ্ধা গুণি সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়ার হাতে। এ সময় জোনের অন্যান্য কর্মকর্তাদ্বয় ও লামা প্রেসক্লাব সেক্রেটারী মো:কামরুজ্জামান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: গত ৩০ মে/২২ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য লামা প্রেসক্লাব সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, ঢাকাস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সংবর্ধিত হন। বান্দরবান জেলা থেকে বিশেষ সম্মাননা হিসেবে “বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১” অর্জনকারী এই গুনি সাংবাদিক আলীকদম জোনের মান উজ্জল করায়, জোন কমান্ডার সুস্বাগত জানায়।
তিনি বলেন, সাংবাদিকতার মতন একটি মহান পেশায় থেকে দেশ জাতির উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে। লিখনির মাধ্যমে পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তায়, কল্যাণকর দিক নির্দেশ দিতে পারে। জোন কমান্ডার বলেন, সমতার ভিত্তিতে জনগোষ্ঠির উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক লিখনি অপরিহার্য।