চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া চুনতি বাজারে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত ৮ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ বাসের চাপায় মোটর সাইকেল আরোহী মারুফ ঘটনাস্থলেই প্রাণ হারান। আরও কয়েকজন আহত হয়। মারুফ বাংলাদেশ পুলিশের সদস্য।
স্থানীয়রা জানান, নিহত মারুফ সিএমপিতে কর্মরত। সে উত্তর হারবাং নয়াবাজারের বাড়ি থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থল চট্টগ্রামে যাচ্ছিলেন।
সূত্রে জানা গেছে, নিহত মারুফুল ইসলাম চকরিয়ার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লালব্রিজ এলাকার বাসিন্দা এবং স্থানীয় সাংবাদিক সিদ্দিক আহমেদের পুত্র। মারুফের দূর্ঘটনার খবর শুনে প্রশাসনসহ পরিবারে শোক ছায়া নেমে পড়েছে।