• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

কৈয়ারবিল ইউপির প্যানেল চেয়ারম্যান জান্নাতুল মাওয়া লাকীর অর্থায়নে কাঁচা রাস্তা ভরাট

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া / ৩৯৮ Time View
আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক গ্রামের একটি রাস্তায় মেরামতের কাজ করা হয়েছে । কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালি থেকে খিলছাদক যাতায়াতের এ রাস্তাটির একটি অংশে বৃষ্টির পানি জমে কাদা হয়ে যেত । মানুষের যাতায়াত কিংবা গাড়ি চলাচলে খুবই সমস্যা হচ্ছিল । তা দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩,অর্থাৎ ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জান্নাতুল মাওয়া লাকীর নিজস্ব অর্থায়নে এ রাস্তা মাটি ও বালু দিয়ে ভরাট করে মেরামত করেন । বিষয়টি এলাকাবাসী ও রাস্তা দিয়ে যাতায়াত করা যাত্রীদের প্রশংসা কুড়িয়েছে ।

খোঁজ নিয়ে জানা গেছে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালি থেকে খিলছাদক প্রবেশের পথে প্রায় দুইশো গজ রাস্তা একেবারে ভাঙাচোরা । বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে যায় এবং কাদা হয়ে যায় । এতে যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদ রাস্তাটি মেরামতের উদ্যোগ নিলেও বাজেট না পাওয়ার কারণে এখনও করা হয়নি । এ অবস্থায় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ জান্নাতুল মাওয়া লাকীর ব্যক্তিগত উদ্যোগে ২০ জুন সোমবার রাস্তাটি মেরামতে নামেন । এতে যোগ দেন এলাকার অন্তত ১০ জন যুবক । সহায়তা করেন কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য জনাব কাউছার উদ্দিন আহমেদ ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, প্যানেল চেয়ারম্যান নিজ উদ্যোগে এই রাস্তাটি মেরামত করছেন । পাশাপাশি নিজেই দাঁড়িয়ে রাস্তার গর্ত গুলো ভরাট করছেন। এর চেয়ে খুশির সংবাদ আর কী হতে পারে । আমরা চাই, আগামী দিনগুলোতেও তিনি জনগণের সঙ্গে থাকুক ।

প্যানেল চেয়ারম্যান-৩ জান্নাতুল মাওয়া লাকী বলেন, চকরিয়া থেকে গাড়ি নিয়ে খিলছাদক প্রবেশের একমাত্র রাস্তা এটি । বৃষ্টি হলেই পানি জমে রাস্তার এই অংশটিতে কাদা হয়ে যায় । একপ্রকার বাধ্য হয়েই এলাকার কয়েকজনের সহায়তায় রাস্তাটিতে বালু দিয়ে যাতায়তের উপযোগী করেছি । আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আজীবন জনগণের পাশেই থাকতে চাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি