ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও পদমপুর রন্ধন দিঘীর গুচ্ছগ্রামের নামে বিনাশর্তে ভুমিহীনদের মাঝে পুকুর প্রদানের দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন উত্তরগাঁও জনসংগঠনের গুচ্ছগ্রাম সমবায় সমিতির সদস্যরা । ২০জুন ৩নং হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও জনসংগঠনের গুচ্ছগ্রাম সমবায় সমিতির আয়োজনে সকাল ১১টায় শহরের উপজেলা পরিষদের সামনের মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওই গুচ্ছগ্রামের শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, জনসংগঠনের উপজেলার কমিটির সভাপতি কবিরাজ মূমু, উপজেলা জনসংগঠনের সস্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আবু তাহের, মুনির হোসেন, মিতা বেগম, আনোয়ারা বেগম, নিলুফার ইয়াসমিন, সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন । বক্তরা বলেন, সরকারী নীতিমালা অনুযায়ী গুচ্ছগ্রামের বাসিন্দারা রন্ধন দিঘী বিনাশর্তে পাওয়ার অধিকার রাখে। দিঘী টি নিয়মনুযায়ী নেওয়ার জন্য তারা সমবায় সমিতি থেকে লাইসেন্স নিয়েছেন। যথা নিয়মে আবেদন করা সত্বেও তাদের গুচ্ছ গ্রাম দেওয়া হচ্ছে না,কেন? তার সঠিক ব্যাখাও প্রশাসন দিচ্ছে না বলে তারা অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে সরকারী নীতিমালা অনুযায়ী তাদের গুচ্ছগ্রামের সমবায় সমিতির নামে পুকুরটি দেওয়া হোক। না হলে আগামীতে তারা আরো কর্মসুচি দিবেন বলে হুশিয়ারী দেন।
মানববন্ধন শেষে ইউএনও বারাবরে স্মারকলিপি প্রদান করেন।