ঠাকুরগাঁও বিডি হলে ২০জুন সোমবার সকালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে কর্মশালায় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; আলী রেজা সিদ্দিকী, যুগ্মসচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ঠাকুরগাঁও, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশ সুপার ঠাকুরগাঁও, আলী আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রংপুর মহোদয়গণ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা,
কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।