• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের উদ্যোগে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ১৯৭ Time View
আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২

কক্সবাজারের মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের উদ্যোগে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে ইতিহাস, ঐতিহ্যঘেরা প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সহকারে দলের নেতা কর্মীরা আলোচনা সভায় অংশ নেন।

মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি, পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান মহসিন বাবুলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, উপজেলা আওয়ামী লীগের সসহ-সভাপতি ও ডেমুশিয়া ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী, বদরখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে হোছাইন আরিফ, সাহারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাহারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মেম্বার, সাধারণ সম্পাদক এনামুল হক, বদরখালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে ভুট্রো সিকদার, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ডেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন, কোনাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী মেম্বার, বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, মাতামুহুরী সাংগঠনিক থানা যুবলীগের সাবেক আহ্বায়ক আনছারুল করিম, ডেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব মোস্তফা লিমন, উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, মাতামুহুরী ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যা অতীতের কোন সরকার করতে পারে নি। সরকারের তৃতীয় মেয়াদে দেশের অর্থনীতিসহ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। দেশে বড় বড় মেগা প্রকল্পেরে নানা ধরণের উন্নয়নযজ্ঞ কাজ অব্যাহত রয়েছে। তারই আলোকে সরকার নিজস্ব অর্থায়নে দেশের অন্যতম সর্বোবৃহৎ
পদ্মাসেতু কাজ সমাপ্ত করতে সক্ষম হয়। যা
আগামী ২৫ জুন বহুকাঙ্খিত স্বপ্নের সেই পদ্মাসেতু আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। তাই আওয়ামী লীগ সরকারকে মানুষের ভাগ্যেন্নয়নে ও দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে দলীয় নেতাকর্মীকে মাঠ পর্যায়ে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল কেক কেটে নেতা কর্মীদের খাইয়ে দিয়ে দিনটির শুভসূচনা করেন।##

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি