আমার টাকায় আমার সেতু, উদ্বোধন হলো গর্বের পদ্মা সেতু, পদ্মা -মেঘনা -যমুনা তোমার আমার ঠিকানা, জাতির শ্রেষ্ঠ আবিস্কার শেখ হাসিনা সরকার এমন বিভিন্ন স্লোগানকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আতশবাজি উৎসব ও মিষ্টি বিতরণ করেছেন আনোয়ারা উপজেলা চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী সোহেল।
শনিবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলা চাতরী চৌমুহনী বাজার ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনে চাতরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসবের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মন্নান চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আহম্মেদ চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের নুরুচ্ছাপা মেম্বারসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।