“বদলাচ্ছে জলবায়ু বদলাচ্ছে কৃষি, বাঁচতে হলে করতে হবে লড়াই দিবানিশি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫০ জন স্মার্ট কৃষকদের নিয়ে একদিন ব্যাপি কৃষি আবহাওয়া তথ্য পদ্বতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার আয়োজন করে উপজেলা কৃষি বিভাগ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নাইমুল হুদা সরকার অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কৃষি অফিসার ও কৃষিদিব সঞ্জয় দেবনাথ,সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ সেমিনারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্মার্ট কৃষকদের নিয়ে একটি ফেসবুক,ট্রেস্ক ম্যাসেজ,ইলেম,ম্যাসেঞ্জার গুরুপের মাধ্যমে এলাকার কৃষকদের মাঝে সকল প্রকার আবহাওয়ার পৃর্বাভাস জানিয়ে দেওয়া হবে। আকাঁশের শীলা বৃষ্টি ও বজ্রপাত পড়ার সম্পর্কে সকল আবহাওয়া খবরা খবর জানিয়ে দিবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।পরে সেই স্মার্ট কৃষকরা নিজ নিজ এলাকার কৃষকদের মাঝে সেই বিষয়ে সর্তকতা জানিয়ে দিবে পাশের কৃষক কে।
ট্রেনিংটি খুব গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য লাভবান বলেন কৃষিবিদ সঞ্জয় দেবনাথ ।