• রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পেকুয়ায় চোরাই মালামালসহ পিকআপ জব্দ চিংড়ি ঘের নিয়ে উত্তেজনা: পেকুয়ায় কোর্টে গেলেন সাবেক স্বারাষ্ট্রমন্ত্রীর চাষা অস্থিতিশীল বাজার,লাগাম টানা না গেলে দায়ভার সরকারের অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে চকরিয়া পৌরসভা জামায়াতের আর্থিক সহায়তা প্রদান দিনাজপুরে পুকুরে ডুবে ২ সন্তানসহ মায়ের মৃত্যু ‘আওয়ামী লীগের সামনে দুইটি পথ খোলা; পতন কিংবা পলায়ন’ এতিমখানায় পড়ার সময় প্রেম, যুবকের বাড়িতে কিশোরীর অনশন ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০, বাংলাদেশি থাকার আশঙ্কা খুটাখালীতে আর কত প্রাণ ঝরলে,বনভূমি থেকে মুরগির খামার উচ্ছেদ হবে পেকুয়ায় ২৪ ঘন্টার মধ্যে হাজির থাকতে প্রেমিক জুটিকে আল্টিমেটাম

পেকুয়ায় ২৭ জুন কবির আহমদ চৌধুরী বাজারে কাঠ ব্যবসায়ীদের ভোট

পেকুয়া প্রতিনিধি / ২১৬ Time View
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

কক্সবাজারের পেকুয়ায় কবির আহমদ চৌধুরী বাজারে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ জুন (সোমবার) ত্রিবার্ষিক নির্বাচনে ওই দিন ভোট গ্রহণ অনুষ্টিত হবে। পেকুয়া বাজার সমবায় কমিউনিটি সেন্টারে নির্বাচনে ভোট গ্রহণ চলবে। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। পেকুয়া বাজার কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে পেকুয়ায় উচ্ছাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। এ নির্বাচনটি পেকুয়াকেন্দ্রিক হলেও এর আমেজ ও উচ্ছাস পেকুয়া ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি উপজেলায়ও ছড়িয়ে পড়ে। বিশেষ করে কক্সবাজার জেলার পেকুয়া-চকরিয়া-কুতুবদিয়া, মহেশখালীতেও এর প্রভাব পড়েছে। চট্টগ্রাম জেলার বাঁশখালীর দক্ষিণ ও পূর্বপ্রান্তেও পেকুয়া বাজারের কাঠ ব্যবসায়ীদের নির্বাচন নিয়ে সরব পরিস্থিতি লক্ষ্য করা গেছে। পার্বত্য চট্টগ্রাম জেলার আলীকদম, লামা উপজেলায়ও এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা রাখেন এমন ব্যবসায়ী রয়েছে। আজিজনগর, হারবাং, দুলাহাজারা, খুটাখালী, কৈয়ারবিল, বমুবিলছড়ি, কাকারা, চকরিয়া পৌর এলাকাসহ বিপুল এলাকার কাঠ ব্যবসায়ীরা এ সমিতিতে ভোটার। ওই দিন পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ভোটাররা ব্যবস্থাপনা কমিটিতে দায়িত্বভার অর্পণ করবেন। ওই নির্বাচনে ৯ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারন সম্পাদকসহ ওই ৯ টি পদে সরাসরি ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে। তবে এবার ভোট হবে ২ টি পদে। সভাপতি ও সহসভাপতি পদে ওই দিন ভোটাধিকার প্রয়োগ করা হবে। সাধারন সম্পাদকের ১ টি পদ ও ৬ টি সাধারন সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করা হয়েছে। এ সব পদে প্রতিদ্বন্ধী ছিল না। নির্বাচন কমিশন এ সব পদে বিনা প্রতিদ্বন্দিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষনা করেন। সভাপতি পদে প্রার্থী রয়েছেন ২ জন। সহসভাপতি পদেও প্রার্থী আছেন ২ জন। এ দুটি পদে ওই দিন চুড়ান্ত ভোট গ্রহণ করা হবে। তবে নির্বাচনে মূল প্রত্যাশা সভাপতি পদকে ঘিরে। ওই পদ নিয়ে ভোটারদের মাঝে আগ্রহ বেশী। কে হচ্ছেন সভাপতি এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে জল্পনা কল্পনা। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ২ জন। ১ জন হচ্ছেন সাবেক সভাপতি ফরিদুল আলম। অপরজন নবীন প্রার্থী। কাঠ ব্যবসায়ী মো: ফোরকান এবার ১মবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন। সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন মো: কাইছার ও মোহাম্মদ ফখরুদ্দিন। সহসভাপতি পদে মো: কাইছারের নির্বাচনী প্রতীক হাঁস। অপরদিকে প্রতিদ্বন্ধী ফখরুদ্দিনের প্রতীক গোলাপ ফুল। সভাপতি পদে সাবেক সভাপতি ফরিদুল আলমের নির্বাচনী প্রতীক আনারস। প্রতিদ্বন্ধী প্রার্থী একই পদে মো: ফোরকান লড়ছেন প্রজাপতি প্রতীক নিয়ে। পেকুয়া বাজার কাঠ ব্যবসায়ী দক্ষিণ চট্টগ্রামে অন্যতম একটি মোকাম। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পেকুয়া বাজারের প্রসার কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে। এ বাজারে কাঠ ব্যবসায়ীদের সংগঠনটিও বেশ শক্তিশালী। অর্থনৈতিক কর্মকান্ডে পেকুয়া বাজারের কাঠ ব্যবসায়ী সমিতি লি: এর পরিধি বিস্তৃত। প্রায় কয়েকশত মানুষ এ ব্যবসায় জড়িত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঠ সংগ্রহ করেন। পেকুয়া বাজারে ওই কাঠের স্তুপ করা হয়। এ সব কাঠ নৌ ও সড়কপথে দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করা হয়। পেকুয়া বাজারে এবারের নির্বাচনে ১৬৩ জন ভোটার রয়েছে। তারা ব্যালেট বিপ্লবের মাধ্যমে সমিতির জন্য কর্ণধার নির্বাচিত করবেন। তবে সভাপতি পদে কে আসছেন এটি এখন ভোটারসহ ব্যবসায়ীদের দৃস্টিভঙ্গি। সাবেক সভাপতি ফরিদুল আলম ও ফোরকানের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। ভোটারদের কাছে দুইপ্রার্থী অত্যন্ত জনপ্রিয়। তবে শ্বাসরুদ্ধকর ভোটযুদ্ধে কে আনবেন বিজয় ছিনিয়ে এর জন্য অপেক্ষা করতে হবে সোমবার সন্ধ্যা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি