• সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
চকরিয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননা,টেন্ডারে অনিয়ম,দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যুসহ ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলে তার বদলির দাবিতে সংবাদ সম্মেলন চকরিয়া হস্তশিল্প নারী উদ্যোক্তারা আঞ্চলিক গন্ডি পেরিয়ে একদিন সারাদেশে সমাদৃত হবে পেকুয়ায় খাস জমি থেকে বড় ভাইকে উচ্ছেদ পাঁয়তারার অভিযোগ পেকুয়ায় ভাবিকে পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার ঠাকুরগাঁও-এ রাম মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত বনভূমিতে পাঁকা ঘর হলো পাঁচটিঃ মামলা হল একটি; বাকী চারটি অদৃশ্য ফ্রিতে ভারতে ট্রেন দুর্ঘটনা নিয়ে যা জানালেন বেঁচে যাওয়া ঝিনাইদহের যাত্রী আক্তারুজ্জামান পেকুয়ায় আগুন দিয়ে পোড়াল ফার্মেসী শিক্ষা উপকরণের দাম বাড়ায় শিক্ষার্থী ঝরে পড়ার শঙ্কা আটলান্টিক পেরিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না : প্রধানমন্ত্রী

চকরিয়ায় সড়কের পাশে পড়ে আছে রশিদের নিথর দেহঃ মৃত্যূ নিয়ে ধূম্রজাল

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া / ২৩৮ Time View
আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

কক্সবাজারের চকরিয়ায় রশিদ আহমদ (৫৫) নামের কৃষকের আকস্মিক মৃত্যূ রহস্য নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ বলেছে হত্যা, আবার কেউ বলেছে স্ট্রোক বা এক্সিডেন্ট করে মারা যান তিনি।

মঙ্গলবার (২৮জুন) সকালে কাকারা ইউপি এসএমচর-হাজামপাড়াস্হ সড়কের পাশে এঘটনা ঘটেছে। নিহত-রশিদ আহমদ (৫৫) উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়। ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তা শেখ মিজানুর রহমান বলেন,আমাকে কাকারার বিটকর্মকর্তা কামরুল জানিয়েছেন লোকটি সকালে অন্যের সুপারিশের মাধ্যমে নিজের একটি বিষয় অবগত করতে অফিসে আসেন। কথা শেষে লোকটি চলে যাই।পরে ২/১ঘন্টার পর শোনছি লোকটি বাড়ী যাওয়ার পথে সড়ক মারা গেছে।এখন লোকটিকে আমি ডেকে মেরে ফেলেছি বলে কিছু স্বার্থন্বেষী মহল আমাকে জড়াতে ষড়যন্ত্র চালাচ্ছেন। তিনি আরো বলেন,যে কেউ অফিসে আসতে পারে। অফিস থেকে যাওয়ার পথে যদি কারো মৃত্যূ হয়।তাহলে দোষটি কর্মকর্তা হবে কিনা প্রশ্ন রইল।

কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, আমি যতটুকু জেনেছি কৃষক রশিদ আহমদ নামের লোকটি মঙ্গলবার সকালে আরেকটি রেঞ্জকর্মকর্তা সুপারিশের মাধ্যমে বিটকর্মকর্তা কামরুলের সাথে কথা বলতে গিয়েছিল। কথা শেষে লোকটি বাড়ী ফেরার পথে এসএমচর-হাজামপাড়া সড়কের পাশে পড়ে থাকতে দেখে, পথচারীরা আমাকে জানান। তখন আমি থানা অফিসার ইনর্চাজকে জানিয়ে লোক পাঠিয়ে তাকে উদ্ধার করে থানায় পাঠায়। তবে লোকটি স্ট্রোক করে বা এক্সিডেন্ট করে মারা গেছে, সঠিক কেউ বলতে পারেনি। তিনি আরো বলেন, কেউ আমাকে বেহেশতে নিয়ে যাবে না।আমি নিশ্চিত লোকটিকে হত্যা করা হয়নি।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম বলেন, নিহত রশিদের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত মন্তব্য করতে পারছিনা। তবে নিহত পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি