আনোয়ারা উপজেলার হাজিগাঁও এলাকায় থেকে মোঃ শাহাদাত হোসেন নামে এক যুবকের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।গত সোমবার(২৭ জুন) বিকাল সাড়ে ৩টায় হাঁজিগাঁও জামাল সওদাগরের বাড়ির পাশ থেকে শাহাদাতের গাড়িটি চুরি হয়ে যায়।
চুরি হয়ে যাওয়া গাড়িটি বাজাজ ডিসকাভার ১২৫ সিসি।গাড়িটির রং আকাশী নীল। যার নাম্বার চট্টমেট্রো-১৫-৪৯০১।
মোঃ শাহাদাত জানান, আমি একজন বটতলী বাজারের ব্যবসায়ী।সোমবার বিকালে সাড়ে ৩ টার দিকে মোটর সাইকেলটি নিয়ে আমার নানার বাড়িতে দুপুরে ভাত খেতে আসি। গাড়িটি আমার নানার বাড়ির। ঘরের বাইরে রেখে ভাত খেতে ঘরে যায় । ভাত খেয়ে ঘরের বাহিরে এসে দেখি আমার মোটর সাইকেলটি নাই। অনেক খোঁজাখুজির পর গাড়িটি পাওয়া যায়নি। এ ঘটনায় সোমবার আনোয়ারায় থানায় একটি সাধারণ ডায়রি করি।