ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত তিন টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন আগামী ২৭ শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে চলছে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সংরক্ষিত ইউপি সদস্যা প্রার্থীদের মনোনয়ন জমা করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ যাচাই-বাছাই শেষে গত ২৬ জুন ৩ টি ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। আর বিএনপি দলীয় প্রতিকে নির্বাচনে না গেলেও তাদেরও তিনটি তেই রয়েছে একাধিক প্রার্থী।
অপরদিকে আওয়ামী লীগ দলীয় প্রতিকে মনোনয়ন দিলেও তাদেরও রয়েছে কয়েক জন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক সহ একাধিক বিদ্রোহী প্রার্থী। মঙ্গলবার ২৮ জুন মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের দলিয় তিন জন ৩নং হোসেনগাঁও ইউপির মনোনিত মতিউর রহমান মতি,৫নং বাচোঁর ইউপির জিতেন্দ্রনাথ বম্মন,৮নং নন্দুয়ার ইউপির আঃ বারী নৌকা প্রতিকের প্রার্থী। উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে তাদের মনোনয়ন জমা করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে যানাযায়, আগামী ২৭ জুলাই নির্বাচন উপলক্ষে তিনটি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করেছেন ১৯ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে জমা করেছেন১৩৮ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৪৪ জন প্রার্থী নির্বাচন রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন যাচাই-বাছাই ৩০ জুন,এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭জুলাই এবং উৎসবমুখর পরিবেশে আগামী ২৭শে জুলাই ভোট গ্রহণ হবে।