ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা রবিবার বিকালে তার অফিসিয়াল ফেসবুক এ্যাকাউন্ট থেকে এক অসহায় বৃদ্ধার পরিচয় জানতে চেয়ে একটি পোস্ট দেন। তিনি তার পোস্টে উক্ত মহিলার ছবি দিয়ে তার পরিচয় জানতে চান। বাক প্রতিবন্ধি এ মহিলা তার ঠিকানা জানাতে পারছিল না। অনাহারে থেকে ঐ মহিলা শারিরিক ভাবেও দুর্বল হয়ে পড়ে। নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সমাজ সেবা দপ্তর থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা ও ওষুধের ব্যাবস্থা করা হয়। সার্বক্ষনিক দেখভালের জন্য রাখা হয় একজন মহিলা। মঙ্গলবার ৩টার সময় তাকে তার স¦জনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।