ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সহযোগিতায় ৩০জুন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য রেলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদিবাসী সমাজ উন্নয়ন অফিসের সামনে এসে শেষ হয়।
রেলী শেষে সাবেক অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর আঃলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, প্রগ্রাম অফিসার সেরজুস সালেকিন,আদিবাসী চেয়ারম্যান গোপাল মর্মু, কবিরাজ মর্মু, সাবেক চেয়ারম্যান সিংরাই সরেন, সাময়েল মাডী, সেজোতি টুডু, সুজন মর্মু,প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিওর ম্যানেজার খায়রুল আলম।