চকরিয়ার বরইতলীতে গলায় ফাঁস লাগিয়ে সায়মা আকতার (১৫)।নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার(১ জুলাই) সকাল ১০ টার দিকে বরইতলী ইউনিয়নে এঘটনা ঘটে। নিহত,সায়মা আকতার(১৫) উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তি বাজার এলাকার আবুল কাসেমের মেয়ে।সে আহমদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান বলেন,শান্তি বাজার এলাকাতে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খরব পাওয়ার পর আমি বিষয়টি থানার ওসিকে জানিয়েছি।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।তবে যেটুকু জানলাম,তা হল,মেয়েটি শুক্রবার সকালে তার বাবার সাথে মরিচ ক্ষেতে কাজ করতে যায়।সেখান থেকে ১০টা সাড়ে ১০টার দিকে বাড়ীতে আসে।পরে মেয়েটি রুমে ডুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।এমন তথ্য জানা হলেও এর সুনিদিষ্ট কারণ কি এখনো জানা যায়নি। চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,লাশের প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরি করি।পরে নিহত মেয়েটির মা বারার আবেদনের ভিত্তিতে লাশ কবরস্হ করার জন্য হস্তান্তর করা হয়েছে।তবে এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।