কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রপতির পদক ও সম্মাননা প্রাপ্ত স্কাউটদের সংবর্ধিত করা হয়েছে। শনিবার (২ জুলাই) দুপুরের দিকে রাজাখালী ইয়ারআলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজাখালী ইয়ারআলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার জাহেদ উল্লাহ, সহকারী শিক্ষক আলী আজগর, আকবর হোছাইন ইয়াসিন, সংবর্ধিত স্কাউটদের মধ্যে বক্তব্য রাখেন রাজাখালী ইয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফোরকান উদ্দিন, শিলখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাকিব নুর কায়েম, তাইমুল হাসান তামিম প্রমুখ। ওই দিন রাষ্ট্রপতির অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউটদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কাউট ইউনিট রাজাখালী ইয়ার আলীখান আদর্শ উচ্চ বিদ্যালয় বিরল সম্মানে ভূষিত গর্বিত সন্তান স্কাউটদের সংবর্ধিত করে। এ উপলক্ষে উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বাংলাদেশ স্কাউট পেকুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক হচ্ছেন রাজাখালী ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম। এ সময় কৃতি শিক্ষার্থীদের উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, আজকে আমরা গর্বিত। আমাদের সন্তানরা বিরল সম্মানে ভূষিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন আমার সন্তানরা। স্কাউট আন্দোলন আজকে বিশ্বে ছড়িয়ে পড়েছে। মানবিক মূল্যবোধ জাগৃত করার উত্তম মাধ্যম হচ্ছে এ স্কাউটদের সাথে যুক্ত হওয়া। মনে রাখতে হবে ভবিষ্যত প্রজন্মকে দেশের নেতৃত্বের জন্য উপযোগী করতে হলে মান সম্মত শিক্ষার বিকল্প নেই। স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়া মানেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এ সময় ২০২২ সালে অনুষ্ঠিতব্য এস,এস,সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিলি করা হয়। রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল ওই স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ করেছেন। চেয়ারম্যানের প্রেরিত ওই শিক্ষা উপকরণ সমুহ ছাত্র/ছাত্রীদের মাঝে ওই দিন বিলি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ নুরুল ইসলাম, শিক্ষকদের মধ্যে ছিলেন ফরিদুল মোস্তফা ছিদ্দিকী, মো: ফোরকান আহমদ, আমির হোছাইন, নুরুল আলম, আলী আশরফ, মো: রহিম উদ্দিন, রাকিব আল হাসান, সৈকত হোছাইন, মিনহাজ উদ্দিন, ছোটন কান্তি সুশীল প্রমুখ। এ দিকে ঢাকার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষককে হ্যানস্থার প্রতিবাদে ওই দিন ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ ধারণসহ অবস্থান কর্মসূচী পালন করে। সারা দেশে ওই দিন শিক্ষক হত্যা ও হ্যানস্থার প্রতিবাদে কর্মসূচী পালিত হয়েছে। এর অংশ হিসেবে রাজাখালীতেও প্রধান শিক্ষক পরিষদের আহবানে ওই কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।