• সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
লামা ফাঁসিয়াখালীতে মসজিদের নাম দিয়ে ব্যবসায়ীর পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা দর্শনায় মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার মারছা গাড়ীর ধাক্কায় লাইফ সাপোর্টে কলেজ ছাত্রী রাকিব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত মহেশপুরে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা পেকুয়ায় প্রবাসীর স্ত্রী, ছেলেসহ আহত-২ চকরিয়ায় শিশু হত্যার প্রধান আসামী সুমাকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৫ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা আকষ্মিক পরিদর্শন এবং আর্থিক প্রণোদনা প্রদান করেন পুলিশ সুপার ৬০ বছর বয়সে ফের বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী

লামার রিয়াজসহ বান্দরবানে ৬ কর্মকর্তা কর্মচারী পেলেন শুদ্ধারচার পুরস্কার

জাহিদ হাসান, বান্দরবান / ১৭০ Time View
আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২

বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও অধীনস্থ উপজেলা প্রশাসনের ৬ জন কর্মকর্তা ও কর্মচারী কর্তব্য নিষ্ঠা, সততা ও নৈতিকতার মানন্দন্ডে উত্তীর্ণ হয়ে ২০২১-২২’ জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন; জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার দাশ ও পরিচ্ছন্নতাকর্মী মোঃ রফিক আহমদ। উপজেলা পর্যায়ে পুরস্কার পেলেন; উপজেলা নির্বাহী অফিসার, রুমা মোহাম্মদ মামুন শিবলী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মিটু কুমার দাশ এবং অফিস সহায়ক লামা মোঃ রিয়াজ উদ্দিন মানিক শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে ৩০ জুন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনীত ৬ জন কর্মকর্তা- কর্মচারীর নিকট জাতীয় শুদ্ধাচার পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক প্রদান করেন। এ সময় তিঁনি পুরস্কার অর্জনকারী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এর আগে অনুষ্ঠানে জেলা প্রশাসক জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২১-২০২২ মোতাবেক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চার জন্য প্রণোদনা প্রদান, ই-গভর্নেন্স ও সেবার মান উন্নীতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহি, জনসেবা সহজীকরণের লক্ষ্যে উদ্ভাবনী উদ্যোগ ও সেবা পদ্ধতি সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। এ দিকে লামা ৪র্থ শ্রেণি কর্মচারী ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন মানিক পুরস্কৃত হওয়ায়, ক্লাবের অপরাপর সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। রিয়াজ উদ্দিনের সংক্ষিপ্ত বিবরন; লামা পৌরসভা ৭ নং ওয়ার্ডের বসিন্দা নবাব মিয়ার ছেলে সে। রিয়াজ ২০১০ সালে অফিস সহায়ক পদে বান্দরবান জেলা প্রশাসনে চাকুরীতে নিয়োগ পায়। ২০১২ সালে লামা উপজেলায় বদলী করে তাকে। ২০০০ সালে এসসসি, ২০০৯ সালে এইচএসসি ও ২০১৯ সালে বিএসএস (বাউবি) ডিগ্রি পাশ করেন তিনি। কর্মস্থলে ও ব্যক্তি জীবনে সে শান্ত স্বভাবের, দায়িত্বশীল ও মর্জিত আচরনের অধিকারী। প্রসঙ্গত: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চার উৎসাহ প্রদানের নিমিত্তে সরকার ২০১২ সালে এই পুরস্কার চালু করার প্রস্তাব ও ২০১৭ সালে বাস্তবয়ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি