নাটোরের সিংড়ায় নাটোর- বগুড়া মহাসড়কের চৌগ্রাম নামক স্থানে ট্রাকের সাথে অটোর মুখোমুখি সংঘর্ষে অটো চালক ও যাত্রী নিহত।
নিহতরা হলেন উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের আয়নালের পুত্র অটো চালক আঃ আজিজ (৩০) ও ইটালী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আঃ কুদ্দুস (৪০)।
সোমবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। আহত অপর ২ জন আঃ কাদের ও জেরাফকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সিংড়া গো হাটে গরু কেনার জন্য বিয়াশ বাজার থেকে অটোয় ৫ জন যাত্রী সহ রওয়ানা হয়। পথিমধ্যে সিংড়া উপজেলার চৌগ্রাম বাসস্ট্যান্ড পার হয়ে সিংড়া আসার পথে বগুড়া গামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটো চালক নিহত হয়। পরে আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।