ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় আগানী ২৭ জুলাই অসমাপ্ত তিনটি ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।সেই ধারাবাহিকতায় ৮নং নন্দুয়ার ইউনিয়নে আব্দুল বারীকে আওয়ামী লীগের নৌকা মার্কার নমিনেশন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নৌকা প্রার্থী আব্দুল বারী নির্বাচনকে সামনে রেখে বুধবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় রানীশংকৈল প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন। তিনি ভোটার দের পাশাপাশি সকল সাংবাদিকদের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, মোবারক আলী,সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক ছবিকান্ত দেব,আশরাফুল আলম,বিজয় রায়,একে আজাদ,জিয়াউর রহমান জিয়া, বিপ্লব সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক গণ। এসময় তিনি বলেন, আমাকে গত নির্বাচনের নৌকার নমিনেশন দেওয়া হয়েছিল আমি অল্প ভোটের ব্যবধানে হেরে যায় সেসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সুলতান নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায়।তবে আশা করি আল্লাহর রহমতে এবার আমার বিজয় হবে ইনশাআল্লাহ। এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গোয়েন্দা বিভাগ, এন এস আই দাড়া প্রতিটি ওয়ার্ডে ভোটাদের কাছে জানতে পারে আমার কতটা জনপ্রিয়তা আছে সেজন্যই আমাকে প্রধানমন্ত্রী নৌকার নমিনেশন দিয়েছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়, মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছে আপনারা তার উন্নয়ন গুলো আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরবেন। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় একথা বলেন।