কক্সবাজারের পেকুয়ায় রাতেই গুড়িয়ে দেয়া হয়েছে ডেকোরেটর ব্যবসায়ীর সীমানা প্রাচীর। একদল দুবৃর্ত্তরা ওই ব্যবসায়ীর বসতভিটায় হানা দেয়। এ সময় রাতে তারা পাকা দেয়াল গুড়িয়ে ফেলে। ঘটনার জের ধরে স্থানীয় দু’পক্ষের মধ্যে দ্বন্ধ প্রকট আকার ধারণ করে। ৭জুলাই (বৃহস্পতিবার) ভোর ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্যাঘোনায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বসতভিটার ১ শতক পরিমাণ জায়গা নিয়ে শেখেরকিল্যাঘোনার মৃত আজিজুর রহমানের পুত্র আবু ছিদ্দিক ও প্রতিবেশী আবু ছৈয়দের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন ভোর ৪ টার দিকে আবু ছৈয়দের পুত্র আবুল কাশেম, তার ভাই মো: বাচ্চু, বাদশাহর পুত্র আবুল কালাম গং আবু ছিদ্দিকের বসতভিটায় অনুপ্রবেশ করে। এ সময় তারা আবু ছিদ্দিকের বসতভিটায় স্থিত পাকা দেয়ালে তান্ডব ও ভাংচুর চালায়। প্রত্যক্ষদর্শী, আবু ছিদ্দিকের স্ত্রী দিলোয়ারা বেগম জানান, তারা এর আগে হাকাবকা করছিল। দু’দফা সীমানা প্রাচীরে তান্ডব চালানো হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে আমার দেয়াল গুড়িয়ে দিয়েছে। আবু ছিদ্দিক জানান, আমি ১ জন ব্যবসায়ী। ছিদ্দিক এন্টারপ্রাইজ এন্ড আল ফারুক ডেকোরেটার্স নামে আমার প্রতিষ্ঠান রয়েছে। তারা আমাকে নিপীড়ন ও অত্যাচার করছে। পেকুয়া এসডি সিটি সেন্টারে গহনা কসমেটিকক্সের স্বত্তাধিকারী আবু ছিদ্দিকের ছেলে মো: ফারুক জানান, তারা দু’দফা আক্রমণ করেছে। এর আগে পরিমাপ হয়েছিল। ৪ কড়া জায়গা আমার বাবা উনাদের ভিটা থেকে পাবে। কিন্তু তারা এখন আমাদের ২ বছর আগে নির্মিত পাকা দেয়াল গুড়িয়ে দিয়েছে। প্রতিবেশী মাসুদ জানান, শুনেছি বিরোধের কারণে দেয়ালে ভাংচুর চালানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো: ফোরকান জানান, বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি আইনী সহায়তা চাওয়ার জন্য পরামর্শ দিয়েছি। তারা উভয়পক্ষ পরষ্পর আত্মীয়।