• সোমবার, ২৯ মে ২০২৩, ০২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
লামা ফাঁসিয়াখালীতে মসজিদের নাম দিয়ে ব্যবসায়ীর পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা দর্শনায় মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার মারছা গাড়ীর ধাক্কায় লাইফ সাপোর্টে কলেজ ছাত্রী রাকিব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত মহেশপুরে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা পেকুয়ায় প্রবাসীর স্ত্রী, ছেলেসহ আহত-২ চকরিয়ায় শিশু হত্যার প্রধান আসামী সুমাকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৫ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা আকষ্মিক পরিদর্শন এবং আর্থিক প্রণোদনা প্রদান করেন পুলিশ সুপার ৬০ বছর বয়সে ফের বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী

শিনজো আবেকে গুলি ‘অসন্তুষ্টি’ থেকে!

বিবিসি একাত্তর ডেস্ক / ১২২ Time View
আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে ‘অসন্তুষ্টি’ থেকে গুলি করেছেন বলে পুলিশকে জানিয়েছেন বন্দুকধারী। তিনি বলেছেন, আবের অনেক দিন ধরেই হত্যা করতে চেয়েছিলেন তিনি। পুলিশের সূত্রে জাপানের স্থানীয় গণমাধ্যম এমনটা জানিয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় সময় আজ শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে রাজনৈতিক সভায় বক্তব্য দেয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেয়া হয় তাকে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গুলিকারী ব্যক্তি ৪১ বছর বয়সী তাৎসুইয়া ইয়ামাগামি জাপানের নৌবাহিনীর (জাপানিজ মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স) সাবেক সদস্য। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অস্ত্র দিয়ে তিনি শিনজো আবেকে গুলি করেন। আটকের পর তার অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তের বাড়িতে বিস্ফোরক পাওয়া গেছে।

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। এটিই দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) ওপর তার যথেষ্ট প্রভাব রয়েছে।

জাপানের জ্যেষ্ঠ রাজনীতিবিদদের সাথে সাধারণত সশস্ত্র নিরাপত্তা এজেন্টরা থাকলেও তারা প্রায়ই জনসাধারণের কাছাকাছি যান, বিশেষ করে রাজনৈতিক প্রচারণার সময় যখন তারা রাস্তার পাশে বক্তৃতা করেন এবং পথচারীদের সাথে হাত মেলান।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ‘কঠোর ভাষায়’ গুলি চালানোর বিষয়টির নিন্দা করেছেন। জাপানি জনগণ ও বিশ্ব নেতারাও গুপ্তহত্যার প্রচেষ্টায় শোক প্রকাশ করেছেন।

এমন একটি দেশে এ ঘটনা ঘটলো যেখানে রাজনৈতিক সহিংসতা বিরল এবং বন্দুক কঠোরভাবে নিয়ন্ত্রিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি